স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে আশানুরূপ ব্যাটিং করতে পারেননি অধিনায়ক বাবর আজম ও তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। রান পাননি ওপেনার ইমরান বাটও।
সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি তুলে নেয়া ফাওয়াদ আলম ফেরেন মাত্র ৫ রানে। মিডলঅর্ডার ব্যাটসম্যান সাজিদ খান ফেরেন ২০ রানে।
দলের এই পাঁচজন তারকা ব্যাটসম্যানের ব্যর্থতার পরও ৮ উইকেটে ৫১০ রান করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।
হারারে টেস্টে প্রায় দুই দিন ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার আবিদ আলী। তার অপরাজিত ২১৫ রানের ইনিংসের টেস্টে ১২৬ রান করেছেন সাবেক অধিনায়ক আজহার আলী।
ইনিংসের শেষদিকে তথা নয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন নোমান আলী। কিন্তু দুর্ভাগ্য তার অষ্টম উইকেটে আবিদ আলীর সঙ্গে ১৬৯ রানের জুটি গড়ে মাত্র ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। তিন রানের জন্য সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে পারেননি।
১০৪ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ৯৭ রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন নোমান। তার বিদায়ের মধ্য দিয়ে ৫১০/৮ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের শেষ সেশনে ৩০ ওভারে ৫২ রান সংগ্রহ করতেই জিম্বাবুয়ে হারিয়েছে ৪ উইকেট।