দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ এবার দেশে চারটি অববাহিকায় বন্যা হতে পারে। তিন দফায় আসতে পারে এ বন্যা। মূলত অতি বৃষ্টি, পাহাড়ি ঢল আর উজান থেকে আসা পানির কারণে এ বন্যা দেখা দিতে পারে। ইতোমধ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চলতি মাসের শেষে একযোগে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা হতে পারে। প্রথম দফার এ বন্যা স্থান বিশেষে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
এছাড়া দ্বিতীয় দফায় আগস্ট-সেপ্টেম্বরে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে এবং তৃতীয় দফায় সেপ্টেম্বর-অক্টোবরে রাজশাহীসহ উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যা হতে পারে। বন্যা ও আবহাওয়া বিশেষজ্ঞদের সঙ্গে আলাপে এমন আশঙ্কার কথা জানা গেছে।
দেশের সাধারণত চারটি অববাহিকায় বন্যা হয়ে থাকে। সেগুলো হচ্ছে- ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, মেঘনা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা। বর্তমানে শেষের অববাহিকায় বন্যা চলছে। গত কয়েক দিন টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারে সৃষ্ট বন্যার কারণে শতাধিক গ্রাম চলে গেছে পানির নিচে। সেখানে বন্যার প্রকোপ এমনই ভয়াবহ যে, শহরের ১ নম্বর ওয়ার্ডে সমিতিপাড়ায় বাকখালি নদীর একটি শাখা নদীতে নির্মিত ও উদ্বোধনের অপেক্ষায় থাকা ব্রিজ বানের পানিতে ভেঙে গেছে। পানিতে কক্সবাজার শহরের কিছু সড়কও ডুবে গেছে বলে জানিয়েছেন যুগান্তরের জেলা প্রতিনিধি।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া শুক্রবার যুগান্তরকে বলেন, এবার চারটি অববাহিকায়ই তিন দফা বন্যা হতে পারে। এর মধ্যে চলতি মাসের শেষে ও জুলাইয়ের শুরু পর্যন্ত মাঝারি আকারের বন্যা হতে পারে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায়। একই সময়ে গঙ্গা-পদ্মায়ও পানিপ্রবাহ বেড়ে বিপদসীমা পার হতে পারে। এতে রাজশাহীসহ কিছু এলাকার নিুাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া মেঘনা অববাহিকায় উপরের অংশে বা সিলেট অঞ্চলের কয়েকটি নদীর পানির বিপদসীমা অতিক্রম করতে পারে। যা বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আগামী ১ সপ্তাহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিককার নদীগুলোর পানিও দ্রুত বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। সেখানে ভূমিধসের আশঙ্কা আছে।
জানা গেছে, বন্যার ব্যাপারে সতর্কতা ও পূর্বাভাস তৈরি করে একটি বিশেষ আউটলুক বৃহস্পতিবার জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। তাতে ২৭ জুন থেকে ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার আশঙ্কার কথা বলা হয়েছে। ওই বন্যায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও পাবনা জেলা স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যায় আক্রান্ত হতে পারে। মধ্যমেয়াদি বন্যা সাধারণত ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। আগামী ২ সপ্তাহ ধরে পানি বাড়বে তিস্তা ও ধরলায়। চলতি সপ্তাহের প্রথমভাগে ও আগামী সপ্তাহের প্রথম ভাগে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। এতে লালমনিরহাটসহ কয়েকটি জেলা আক্রান্ত হতে পারে। চলতি মাসের শেষ সপ্তাহ ও জুলাইয়ের প্রথম সপ্তাহে পদ্মা নদী বিপদসীমা পার করতে পারে। এতে রাজশাহীর নিুাঞ্চল প্লাবিত হতে পারে। মেঘনা অববাহিকার উপরের অংশ বা সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভূগাই-কংস, মনু ও খোয়াই নদী কোথাও কোথাও বিপদসীমা পার করতে পারে। ফলে বৃহত্তর সিলেট অঞ্চলে দেখা দিতে পারে বন্যা। আর হালদা, মাতামুহুরী ও সাঙ্গুসহ পার্বত্য অববাহিকার নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। এতে বন্যা দেখা দিতে পারে।
দেশে বন্যার উৎস মূলত দুটি। দেশের ভেতরে অতি ও ভারি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানি। এ দুই পানি মিলেমিশে চার অববাহিকায় বন্যা সৃষ্টি করে। আবহাওয়াবিদরা বলছেন, এবার মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ১৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অপরদিকে বর্ষা ঋতু আসার আগে থেকেই সারা দেশে হয়েছে ঝুম বৃষ্টি। ১৫ জুন শুরু হয়েছে আষাঢ়।
কিন্তু এরআগে শুরু হওয়া মৌসুমি বৃষ্টি এখনও প্রায় সারা দেশে থেমে থেমে চলছে। এ বৃষ্টি অক্টোবর পর্যন্ত কম-বেশি চলবে। বর্তমানে প্রায় সারা দেশেই বৃষ্টি হলেও এর প্রবণতা সবচেয়ে বেশি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক যুগান্তরকে বলেন, এবার মৌসুমি বায়ু তুলনামূলক বেশি শক্তিশালী মনে হচ্ছে। এর প্রভাবে মৌসুমের শুরু থেকেই বেশ বৃষ্টি হচ্ছে। জুনের বাকিটা সময়জুড়ে থেমে থেমে বৃষ্টি হতে পারে। অপরদিকে উজানে ভারতেও বৃষ্টি হচ্ছে। এই দুই পানি মিলে নদ-নদীর পানি বাড়তে পারে।
এফএফডব্লিউসির এক বুলেটিনে দেখা যায়, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় টেকনাফে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ২১০ মিলিমিটার। কক্সবাজারে বৃষ্টি হয়েছে ২০২ মিলিমিটার। বিএমডি ওই এলাকার লামা, পাঁচপুকুরিয়া, চট্টগ্রাম, নারায়ণহাট, রামগড়, মহেশখালী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটির বৃষ্টিপাতের রেকর্ড প্রকাশ করেছে। এগুলোর মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে। তাও ৫৫ মিলিমিটার।
বাংলাদেশে বন্যার আরেক উৎস উজানের পানি। ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়েও ব্যাপক বৃষ্টিপাত চলছে। এসব রাজ্যে নিয়মিত ৫০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হচ্ছে। শুক্রবার এফএফডব্লিউসির বুলেটিনে দেখা যায়, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে ৭০ মিলিমিটার এবং গোয়ালপাড়ায় ৫২ মিলিমিটার। এসব পানির কোনো অংশ ব্রহ্মপুত্র হয়ে আবার কোনো অংশ সিলেটের বিভিন্ন নদী হয়ে মেঘনায় প্রবাহিত হবে।
এদিকে মৌসুমি বায়ুর কারণে দেশের উপকূলে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ওই বাতাসের গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ফলে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে ও নিরাপদ থাকতে বলা হয়েছে। আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুরে কোথাও ভারি আবার কোথাও অতি ভারি বৃষ্টি হতে পারে। এতে দেশের ২০ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও দেয়া হয়েছে। এসব জেলার নদ-নদীতে এক নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। জেলাগুলো হচ্ছে- রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার।
বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, বন্যা থেকে মানুষকে রক্ষায় দ্রুততার সঙ্গে বাঁধগুলো সংস্কার করা প্রয়োজন। এছাড়া স্লুইসগেট এবং খাল ও নদী খনন দরকার। বিশেষ করে নগরবন্যা থেকে বাঁচতে ঢাকা ও চট্টগ্রাম শহরের খালগুলো খনন করা জরুরি। তিনি বলেন, বন্যা প্রস্তুতি হিসেবে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে এবার করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটা দুর্যোগের মধ্যে আরেক দুর্যোগ। তাই এখন থেকেই আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে হবে।
সুত্রঃ যুগান্তর