স্পোর্টস ডেস্ক:
দলের সেরা তারকা নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিলকে গোলের জন্য ভুগতে হয়নি। মিরান্দা-পাওলিনিয়ো-কৌতিনিয়ো মিলে গোল এনে দিয়েছেন। রাশিয়াকে প্রীতি ম্যাচে উড়িয়ে দেওয়ার পর ব্রাজিল কোচ তিতে আলাদাভাবে প্রশংসা করেছেন কৌতিনিয়োকে। শুক্রবার রাতে মস্কোয় রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। মিরান্দার গোলে এগিয়ে যাওয়ার পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ব্যবধান দ্বিগুণ করে কৌতিনিয়োর নৈপুণ্যে। ব্যবধান আরও বাড়ান পাওলিনিয়োর। ৬২তম মিনিটে স্পট কিক থেকে গোল করা কৌতিনিয়োর প্রশংসায় ম্যাচ শেষে পঞ্চমুখ হন তিতে। রাশিয়ার বিপক্ষে ম্যাচে মাঝমাঠে আলো ছড়ানো বার্সেলোনার এই মিডফল্ডারের ভূমিকায় দারুণ খুশি ব্রাজিল কোচ। সে খুবই ভালো খেলেছে। ঘুরে-ফিরে ভেতরে-বাইরে খেলেছে। সে বিনয়ী এবং লড়াকু খেলোয়াড়। কেউ কেউ লড়াকু হতে পারে,শক্তিশালী হতে পারে এবং একই সঙ্গে বিনয়ী হতে পারে। সে আমাদের উদাহরণ। কখনও কখনও লোকে গুলিয়ে ফেলে যে বিনয়ীরা লড়াকু হতে পারে না। কিন্তু সে অন্য ভূমিকায় সহজেই খেলতে পারে।