গোলাম কাদির সুজন- তাহিরপুর থেকে: সরকারী নির্দেশনা অনুযায়ী ২৬ ফেব্রুয়ারী সারাদেশে একযোগে এক কোটি করোনা ভাইরাসের ১ম ডোজ টিকা দান কার্মসূচির অংশ হিসেবে তাহিরপুরে টিকা দান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর।
তিনি বলেন, আজ একসাথে উপজেলায় ৩০ হাজার ১ম ডোজ টিকা প্রদানের লক্ষে ৩০টি টিকা কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়েছে।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন, মেডিকেল অফিসার ডা. সুমন বর্মন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন, নবনির্বাচিত সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, সাংবাদিক শওকত হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।