বিশেষ প্রতিনধি:
আইডিয়া-এসডিসি-সমষ্টি প্রকল্পের উদ্যোগে,কেয়ার বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এসডিসি-এর অর্থায়নে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে দম্পতিদের নিয়ে কর্মশালার রিফ্রেলেকশন ইমপ্যাক্ট সমুহ পরিদর্শন করেন কেয়ার বাংলাদেশের উই স্পেশালিষ্ট নাদিরা খানম,বুধবার সকাল ১১ঘটিকায় আইডিয়া সমষ্টি প্রকল্পের প্রজেক্ট অফিসার সিরাজুল ইসলাম সিরাজ এর সার্বিক তত্ত্বাবধানে আইডিয়া-এসডিসি-সমষ্টি প্রকল্পের উপকারভোগীসহ এলাকার ১০ জোড়া দম্পতি নিয়ে এক এফজিডি অনুষ্ঠিত হয়। যেখানে নারী ও পুরুষের কাজের ধরণ,শ্রমের পার্থক্য,নারীর কাজে সহযোগীতা করার জন্য পুরুষের আত্ম উবলদ্ধি তৈরি করা ও নারীর অতিরিক্ত কাজের চাপ কমিয়ে আনার বিষয় সচেতনতা তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে এলাকার দম্পতিগণ কতটুকু এগোলেন বা প্রতিফলনটা কি? আগের ছেয়ে বেশি না কম,এছাড়া দৈনন্দিন সময়ের ব্যবহারের ক্ষেত্রে নারী পুরুষকে আলাদাভাবে তাদের প্রতিদিনের কাজগুলাও জানা হয়। যেখানে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত একজন নারী ও একজন পুরুষের কাজকে সময়ের ফ্রেমে সাজানো হয়। পাশাপাশি নারী-পুরুষ প্রতিদিন কাজের ফাঁকে কতটুকু সময় বিশ্রাম গ্রহণ করে ও অংশগ্রহণকারী নারী ও পুরুষের কাজের পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা ঠিক আছে কিনা তাও জানা হয়। আগের ছেয়ে পরিবারে একে ওপরকে সহযোগীতা করেন কিনা ইত্যাদি। ১/২ ঘন্টাব্যাপি এফজিডিতে আরও উপস্থিত ছিলেন,আইডিয়া সমষ্টি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো.আমিনুর রহমান,এলএসপি শাহআলম,ডিম কালেক্টর আকিক মিয়া,তারেক রহমান,
ওয়াদুদ মিয়া,জুলহাস মিয়া,আব্দুল হক,মোঃ সাদিক,মনোয়ার হুসেন,মোজাম্মেল হক,শামীমা বেগম,ফেরদৌসা বেগম,রাইফা আক্তার,আফরোজা বেগম,রোকেয়া বেগম,মাছুমা বেগম,তানিয়া বেগম,স্বপ্না বেগম,আঙ্গুরা বেগম,হাফসা বেগম,মনরাজ বেগম,সাজিমা বেগম,জাহানারা বেগম,মাঠ সহায়ক বিদেশ রঞ্জন চৌধুরী,শ্যামলেন্দু দে ও সামিউল কবির প্রমুখ।