সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

তাহিরপুরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আহত-১০

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ২১৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::তাহিরপুরে পল্লী বিদ্যুতের লাইন টানানোর সময় পিলার থেকে ছিটকে পড়ে ঠিকাদারী প্রতিষ্ঠানে একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত শ্রমিকের নাম জনি মিয়া (২৮)। গুরুতর আহত জনি মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বিদ্যুৎ শ্রমিকের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার শ্রীরামপুরে।
ঘটনাস্থল বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের বুলবুল মিয়া জানান, বুধবার বিকেলে ঘাগড়া এলাকায় যাদুকাটা নদী এপার থেকে ওপারের বিদ্যুৎতের নতুন লাইন টানানোর সময় জনি মিয়া বিদ্যুতের তারসহ পিলার থেকে ছিটকে পড়ে যান। তার দুটি পা ভেঙ্গে যায় এবং ছিঁড়ে যাওয়া তার যাদুকাটা নদীতে বালু পাথর উত্তোলন কাজে নিয়েজিত শ্রমিকদের উপর পড়ে। এ সময় রুবেল ও তোফাজ্জল নামে বালি উত্তোলনকারী শ্রমিকসহ ১০ জন আহত হয়।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎতের কর্মকর্তা নিখিল কুমার সাহা জানান, যাদুকাটা নদীতে বিদ্যুতের কাজ করার সময় ঠিকাদারের একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ