দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জ জেলার ৬ টি উপজেলার ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্তের ১৮টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞিত, দিনমজুর এমন এক হাজার পরিবারের মধ্যে ১১ মেট্রিকটন খাদ্যসামগ্রী সুনামগঞ্জ ২৮ বিজিবির তত্ত্বাবাধানে বিদ্যানন্দ ফাউন্ডেশন বিতরণ করেছে।
করোনাকালীন সময়ে যারা প্রশাসন ও বিভিন্ন সংস্থার দানকৃত খাদ্যসামগ্রী এখনও পাননি এমন এক হাজার পরিবার চিহিুত করে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে বিজিবি।
শনিবার দুপুরে বারেকটিলার উপরে ট্যাকেরঘাট, চানঁপুর ও লাউড়েরগর বিওপি এলাকার সীমান্তবর্তী অসহায়দের মধ্যে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি এ্যাংকর ডাল, ১ কেজি, লবন, ৫শ’ গ্রাম সয়াবিন তেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মাহমুদ মাওলা ডন (এএফউব্লিউসি, পিএসসি), সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক, মেডিকেল অফিসার, কোয়ার্টার মাষ্টার, ট্যাকেরঘাট কম্পানী কমান্ডার দেলোয়ার হোসেন প্রমুখ।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, করোনাকালীন সংকটময় সময়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির তত্ত্বাবাধানে বিদ্যানন্দ ফাউন্ডশন গত ৭ই মে থেকে ৯ই মে পর্যন্ত ডুলুরা, চিনাকান্দি, মাছিমপুর, মাটিরাবন, বাংগালভিটা, বিরেন্দনগর, চারাগাও, বালিয়াঘাট, ট্যাকেরঘাট, চাঁনপুর, লাউড়েরঘর সহ সীমান্তবর্তী ১৮টি বিজিবি ক্যাম এরিয়ার এক হাজার পরিবারের মধ্যে ১১ মেট্রিকটন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সুত্রঃ সিলেটভিউ