মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

তাহিরপুরে দোকানপাট-রেস্টুরেন্ট-হাটবাজারে আড্ডা নিষিদ্ধ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ১৯৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে তাহিরপুর উপজেলায় দোকানপাট-রেস্টুরেন্ট-হাটবাজারে সাধারণ মানুষের জনসমাগম, আড্ডা নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন চায়ের দোকানপাটে ক্রেতাদের ভীড় জমাতে টেলিভিশনে ছবি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি তার অফিসিয়াল সামাজিক মাধ্যম ফেইজবুকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। তিনি সবাইকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকারও আহ্বান জানান।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় ও হাটবাজারের রেস্টুরেন্ট ও চায়ের দোকানগুলোতে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা নিষিদ্ধ করা হলো। এছাড়া উল্লেখিত দোকান সমূহ সকল ধরনের গণজমাতেত, আড্ডা নিষিদ্ধ করা হলো। এতে আরো বলা হয়েছে যদি কেউ উল্লেখিত বিষয় অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আপন আহমদ নামের এক স্থানীয় বাসিন্দা জানান,তাহিরপুর উপজেলার বড়দল (উঃ) ইউনিয়নের একতা বাজারের অনেকগুলো হোটেল ও চা-স্টলে টিভি সিরিয়াল প্রদর্শন করে গণজমায়েত করছে কতিপয় অসাধু ব্যবসায়ী। এমতাবস্থা থেকে উত্তরণের জন্য প্রশাসনের সুনজর কামনা করছি।

এ ব্যাপারে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের আবু জাহান তালুকদার জানান তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গণজমায়েত বন্ধ হলেও উপজেলার বিভিন্ন হাটবাজারের হোটেল রেষ্টুরেন্টে সিডি সিনেমা চলছে প্রতিটি দোকানে দোকানে উনি এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ