তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ ১ অাসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি এর প্রচেষ্টায় গড়ে উঠছে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামে হাওড় বাংলা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জমিতে ঘর নির্মান কাজ। জানা যায়
২০১৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্টিত হলেও ভাড়াটি জমিতে ঘর নির্মান করে পাঠদান কার্যক্রম চলে অাসছিলো। এমতাবস্থায় স্থানীয় এমপি ও এলাকার সাধারন মানুষের প্রচেষ্টায় গড়ে উঠছে হাওড় বাংলা উচ্চ বিদ্যালয়ের ঘর নির্মান কাজ বিশেষ করে জমি দাতা অালা উদ্দিন, হাছান মেম্বার, ছামাদ মুন্সি ও সিরাজ মিয়ার কল্যানে। বিদ্যালয়টিতে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন ছাত্রছাত্রী রয়েছে, ভাড়াটি ঘরে অাসন সংখ্যা কম থাকায় ক্লাস করতে ব্যাহত হতো। হাওর বাংলা উচ্চ বিদ্যালয়ের অন্যতম জমি দাতা হাছান মিয়া ও অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাবির অাহমেদ জাবেদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা দুজনেই বলেন অল্প কিছু দিনের মধ্যেই অামাদের নিজস্ব জমির উপর ঘর নির্মান কাজ শেষ হবে এবং সেই সাথে সকল ছাত্র/ছাত্রীদের কে ভাড়াটিয়া ঘর থেকে নিয়ে এসে এখানে ক্লাস করা যাবে।