বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদী ও খালে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনায় ঘুড়িয়ে দিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বিজেন ব্যনার্জি।
মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ী ও আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীর পাড়ে অবৈধভাবে গড়ে উঠা ৫টি দোকান তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় ঘুড়িয়ে দেওয়া হয় । এসময় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা সরিয়ে নিতে বলা হয়।
এসময় বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর জহুর তালুকদার, তাহিরপুর থানা এস আই মস্তোফা, সার্ভেয়ার হযরত আলীসহ পুলিশ সদস্যগন এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বিজেন ব্যনার্জি গণমাধ্যম কে জানান, অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ভেঙে দেওয়া হবে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।