রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

তামিম–মুশফিককেও ‘ঝাড়ি’ মারেন মুমিনুল

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৫৪ বার

স্পোর্টস ডেস্কঃ  
ছবিটা ফেসবুকে ‘ভাইরাল’ হয়েছে। সীমানা দড়ির কাছে দাঁড়িয়ে মুমিনুল হককে আঙুল দিয়ে এক সঙ্গে নির্দেশনা দিচ্ছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন আর স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরি।
ছবিটা নিয়ে নানাভাবে ‘ট্রল’ হয়েছে ফেসবুকে, যেটির মর্মার্থ—অধিনায়ক হিসেবে মুমিনুল যেন অসহায়। একক সিদ্ধান্ত নয়, তাঁকে চলতে হয় দলের সবার কথায়! আসলেই কি? সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটার গল্প বললেন মুমিনুল, ‘এটা এমন কোনো ব্যাপার ছিল না। আমি জানি না ছবিটা কে তুলেছে, তবে ভালো তুলেছে। তেমন কিছু ছিল না আসলে। এখানে ছোট একটা বার্তা ছিল যে এই বোলার এ পাশ থেকে বোলিং করবে। তার জন্য ফিল্ডার এ পাশে থাকবে। সিদ্ধান্তটা নিয়ে সবাই একমত ছিল। সেভাবে করা হয়েছে। আর এমনভাবে ছবিটা তোলা হয়েছে যেন আমার ওপর সবার কড়া নজর থাকে!’
কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসানই বলেছিলেন, মুমিনুল ভীষণ লাজুক। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে তাই বলা হয়েছে মাঠে যেন তরুণ টেস্ট অধিনায়ককে সর্বোচ্চ সহায়তা করা হয়। তা করা হয়েছেও। মাঠে নানাভাবে মুমিনুলকে সহায়তা করেন তামিম-মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটার। অধিনায়ক হিসেবে নানা ধরনের নির্দেশনা দিতে হয় অধিনায়ককেও। সেটি তামিম-মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারদের স্বাধীন দিতে পারেন মুমিনুল?
বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলছেন, তিনি প্রয়োজনে ঝাঁজাল কণ্ঠে কথা বলতে পারেন দলের সব সতীর্থের সঙ্গেই, ‘আমার অধিনায়কত্ব শুরু হয়েছিল বিসিএল-এনসিএল (জাতীয় লিগ) দিয়ে। ওই জায়গায় প্রথম প্রথম এমনই ছিলাম (একটু লাজুক, সংকোচবোধ কাজ করা)। পরে দেখলাম যে না এটা পরিবর্তন করতে হবে। যারা মাঠে থাকে তারা জানে। একটু আক্রমণাত্মক, রুক্ষ থাকতে হয়। সবাইকেই ঝাড়ি মারি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ