স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবালের ভূয়সী প্রশংসা করেছেন অনিল কুম্বলে।ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘বর্তমান বিশ্বের অন্যতম সেরা ওপেনার তামিমইকবাল। সে যে কোনো দলের বোলিং লাইনআপ ভেঙে চুরমান করে দেয়ার সক্ষমতা রাছে।’
ভারতের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক কোচ অনিল কুম্বলে আরও বলেন, ‘তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম বছরের পর বছর ভালো ক্রিকেট খেলে আসছে। তামিম বিশ্বের অন্যতম সেরা ওপেনার। সে অসাধারণ ব্যাটিং করে। টাইগারদের সামর্থ্য নিয়ে সংশয়ের কোনো জায়গা নেই। তারা বিশ্বকাপে দুর্দান্ত খেলবে।’
বাংলাদেশ দল নিয়ে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে বলেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন সেই সুযোগই নেই। গত কয়েক বছর ধরে তারা খুবই ভালো করছে।’
টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৬১৯ উইকেট শিকার করেন কুম্বলে। ইতিহাসের অন্যতম সফল এ ক্রিকেটার টাইগারদের নিয়ে বলেন, ‘মাশরাফি মুর্তজার মতো অসাধারণ একজন নেতা আছে টাইগার দলে। সে দলকে উজ্জীবিত রাখে এবং ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে জানে। সে যখন নেতৃত্ব দেয়, আমরা এক ভিন্ন বাংলাদেশকে দেখি।’
তিনি আরও বলেন, ‘এমনিতে তারা ভালো খেলে, কিন্তু নকআউট ম্যাচে কেন যেন নিজেদের মেলে ধরতে পারে না। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেটা দেখেছি আমরা। বিশ্বকাপে এই বাধা পেরোনোই হবে বাংলাদেশের জন্য আসল চ্যালেঞ্জ।’