বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:০২ অপরাহ্ন

তামিমের ৭ হাজার রানের রেকর্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ২৪০ বার

স্পোর্টস ডেস্কঃ  
জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল। ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংস খেলার পথে একাধিক রেকর্ড গড়েছেন তামিম।
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল।
সিলেট স্টেডিয়ামে ১৩৬ বলে ২০টি চার ও ৩ ছক্কায় ১৫৮ রানের ইনিংস খেলার পথে ওয়েস্ট ইন্ডিজের কিংবদিন্ত ক্রিকেটার ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে গেছেন তামিম।
আন্তর্জাতিক ক্রিকেটে ২১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ভিভ রিচার্ডস। মঙ্গলবার সেঞ্চুরি করার মধ্য দিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সবমিলে ২২ সেঞ্চুরির মালিক হলেন তামিম।
দেশের হয়ে ২০৬টি ওয়ানডে ম্যাচ খেলে সর্বোচ্চ ১২টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটির সাহায্যে ৩৬.০৯ গড়ে ৭ হাজার ৭৪ রান করেছেন তামিম। সমান ম্যাচ খেলে ৯টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটির সাহায্যে ৩৭.৮৬ গড়ে ৬ হাজার ৩২৩ রান করেছেন সাকিব আল হাসান।
তবে দেশের হয়ে সর্বোচ্চ ২১৮টি ম্যাচ খেলে ৭টি সেঞ্চুরি আর ৩৮টি ফিফটির সাহায্যে ৬ হাজার ১৭৪ রান করেছেন মুশফিকুর রহিম।
শুধু ওয়ানডে ক্রিকেটেই নয়, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটেও দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ