সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

তাজমহলের প্রবেশমূল্য বাড়ল ৪ গুণ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৮৪ বার

আন্তর্জাতিক ডেস্ক 
ভারতে পর্যটনের অন্যতম আকর্ষণ তাজমহলের প্রবেশমূল্য একলাফে চারগুণ বেড়ে গেছে। বেশ কিছুদিন ধরেই ধাপে ধাপে বাড়ছিল তাজমহলের প্রবেশমূল্য। কিন্তু এর আগে প্রবেশমূল্য এতটা বাড়ানো হয়নি।
বর্তমানে দেশি পর্যটকদের তাজমহলে ঢুকতে লাগে ৫০ টাকা। সার্কভূক্ত দেশগুলোর পর্যটকদের লাগে ৫৪০ টাকা। অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য লাগে ১ হাজার ১শ টাকা।
এখন নূন্যতম সেই মূল্য চারগুণ বেড়ে দেশি পর্যটকদের দিতে হবে ২শ টাকা। অন্যান্য পর্যটকদের জন্যও বেশি মূল্য পরিশোধ করতে হবে। আগামী ৪৫ দিনের মধ্যে এই নতুন মূল্য কার্যকরী হবে বলে আর্কিওলজিক্যাল দফতরের তরফ থেকে জানানো হয়েছে।
তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রাজীব তিওয়ারি।তিনি বলেন, আগের চেয়ে তাজমহলের প্রবেশমূল্য এখন অনেকটাই বেশি। কয়েক মাস আগেও প্রবেশমূল্য বাড়ানো হয়েছিল। এ ধরণের মূল্যবৃদ্ধি মেনে নেওয়া যায় না। এ ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নেয়া উচিত বলে মনে করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ