বিনোদন ডেস্কঃ
করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিলেন অভিনয়শিল্পী কুসুম শিকদার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস চিকিত্সার সঙ্গে যুক্ত চিকিৎসক ও নার্সদের মধ্যে পিপিই দিলেন এ অভিনয়শিল্পী। মঙ্গলবার বিকেলে এগুলো গ্রহণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, উপস্থিত চিকিৎসক ও নার্সরা।
গত ২৬ মার্চ থেকে নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন এ অভিনেত্রী। তাই তাঁর ব্যক্তিগত গাড়ির চালককে পাঠিয়ে এই সুরক্ষা সরঞ্জাম পাঠানো হয় সেখানে। কুসুম শিকদার বলেন, ‘আমি হোম কোয়ারেন্টিনে থাকার কারণে যেতে পারিনি। আমার গাড়িচালক সেখানে গিয়ে হাসপাতালের পরিচালক এবং ওই বিভাগের চিকিৎসক ও নার্সদের হাতে পৌঁছে দিয়েছেন পিপিইগুলো।’
কুসুম শিকদার জানান, পিপিই একবার ব্যবহার করা যায়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। ফলে বিশ্বব্যাপী চিকিৎসক ও নার্সদের কাছে সংকট তৈরি হয়েছে এই সরঞ্জামের। তিনি বলেন, ‘যেহেতু একবার ব্যবহার করেই ফেলে দিতে হচ্ছে, সে কারণে এর চাহিদা তৈরি হচ্ছে বিশ্বব্যাপী। আর বাংলাদেশে আরও বেশি সংকট। তাই পিপিই বেশি জরুরি আমাদের এখানে।’
দৈনিক মজুরিতে কাজ করা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনয়শিল্পীরা। তাঁদেরকে খাবার, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি দিয়ে সহযোগিতা করছেন বিনোদন জগতের তারকারা। এ ব্যাপারটিরও প্রশংসা করেছেন কুসুম। এ ব্যাপারে তিনি বলেন, ‘এ উদ্যোগটি ভালো। তবে যাঁরা চিকিত্সা দেবেন, তাঁদের সুরক্ষা আরও বেশি প্রয়োজন। কেননা চিকিৎসক ও নার্সরা নিরাপদ না থাকলে রোগীর কোনো চিকিত্সাই হবে না। সুতরাং এটি খুবই জরুরি।’
ছোট পর্দার এ অভিনেত্রী ও সাবেক লাক্স তারকা জানান, আগামী সপ্তাহে স্বল্প আয়ের মানুষের জন্য কিছু খাবার বিতরণ করবেন তিনি।