দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: প্রচলিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটলেও অনেক কিছু শেখা যায়। এই ছবিটিও তেমনি একটি শিক্ষণীয় ছবি। এরকমই প্রতিনিয়ত শিক্ষা নিচ্ছি আমরা- একটি ফেসবুক পেইজে উরোক্ত ছবিটির সাথে যুক্ত করে এমনই মন্তব্য ছিল।
মানবতার এমন নজির অনন্য। ছবিতে দেখা যাচ্ছে হাত পা নেই, এমন একজন ক্ষুধার্ত ব্যক্তি এক ফুচকাওয়ালার কাছে এসেছেন খেতে। ফুচকাওয়ালা চাইলেই এমন ‘ঝামেলা’র কাজ থেকে সরে যেতে পারতেন। সেটা তিনি করতে পারেননি। বিবেচনা বোধের কোথায় যেন বাধা দিয়েছে। তিনি নিজেই থালায় ফুচকা নিয়ে হাতবিহীন ব্যক্তির কাছে গিয়ে তাকে ধীরে ধীরে খাইয়ে দিতে থাকেন। অন্তত স্থির চিত্র দেখা এমনটাই বোঝা গেছে। ছবিটি তুলেছেন শাহরিয়ার নীল নামের এক তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের পাশে ছবিটি তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি বেশ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ফুচকাওয়ালার মানবতা নিয়ে তাঁর প্রতি শুভকামনাও জানিয়েছেন। মানবতার এমন নজির অনন্য বলেও নেটিজেনদের মন্তব্য।