স্পোর্টস ডেস্ক::
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন তামিম ইকবাল। তবে ঢাকা টেস্টে খেলা এখনও অনিশ্চিত দেশসেরা এ ওপেনারের।
শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম জানান, ‘ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারব কি-না তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। এখনো আমার খেলার সম্ভাবনা ৫০-৫০।’
এদিকে তামিমের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। শনিবার রাতের ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘তামিম ঢাকা টেস্ট খেলতে পারবে কি পারবে না, আমরাও এখনো ঠিক কনফার্ম না।’
আলাপের শেষ ভাগে প্রধান নির্বাচক দুটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যার একটি হলো, তারা তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। নান্নুর ভাষায়, ‘তামিমকে ২৮ নভেম্বর আমরা শেষ বারের মত দেখবো- তার খেলার মত অবস্থা আছে কি না।’
টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা তামিমকে পেতে মরিয়া হবার কারণ আছে। উদ্বোধনী জুটির অবস্থা খুব খারাপ। ইমরুল কায়েসের অবস্থা খারাপ। লিটন দাসকে বদলে সৌম্য সরকারকে নেয়া হয়েছে। চট্টগ্রামে তার ব্যাটও কথা বলেনি। দুই ইনিংসে সৌম্যর রান যথাক্রমে ০ ও ১১।
প্রধান নির্বাচকের শেষ কথা, ‘জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খাপছাড়া শ্রীহীন ব্যাটিং করা ইমরুল কায়েস ঢাকা টেস্টে একাদশের বাইরে থাকবেন। ইমরুল ড্রপ ঢাকা টেস্টে। তার বদলে তরুণ সাদমান ইসলামের অভিষেক হবার সম্ভাবনা খুব বেশি।’
প্রধান নির্বাচকের কথায় সুস্পষ্ট আভাষ, তামিম খেলতে না পারলে তো এমনিই হয়ত সাদমান খেলবে। তামিম ঢাকা টেস্টে দলে ফিরলেও সাদমানকে অপর ওপেনার হিসেবে বিবেচনায় রাখার কথা ভাবা হচ্ছে জোরেসোরে।