মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে- বিজয়ী হলেন যারা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮
  • ৯৮৬ বার

স্টাফ রিপোর্টার:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন খুব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ভোট শুরু হয়ে একযোগে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট চলে। সুত্রে, জানা যায় স্কুলে মোট ভোট ছিল ৬১৩টি আর কলেজে ৫৩টি। বিকাল ৪.৩০ ঘটিকায় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন অশোক পুরকায়স্থ উপজেলা শিক্ষা অফিসার, এতে দেখা যায় ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজের গভার্ণিং বডির অভিভাবক সদস্য পদে কলেজ শাখায় প্রথম হয়েছেন রিপন মিয়া, তার প্রাপ্ত ভোট ২৭টি, দ্বিতীয় হয়েছেন আব্দুস সুবহান প্রাপ্ত ভোট ২১টি, আর নজরুল ইসলাম পেয়েছেন ২০ ভোট। এদিকে স্কুল শাখায় প্রথম হয়েছেন মোঃ আব্দুল অদুদ প্রাপ্ত ভোট ১২৮ টি, দ্বিতীয় হয়েছেন মোঃ জুয়েল আহমদ উনার প্রাপ্ত ভোট ১২৪ টি, এবং তাদের নিকটতম প্রার্থীদের মধ্যে আকরামুল ইসলাম পেয়েছেন ১০৩ ভোট, সামছুল হক পেয়েছেন ৯৬ ভোট, জামাল উদ্দিন পেয়েছেন ৭৩ ভোট এবং আব্দুল নুর পেয়েছেন ৬৭ ভোট। ডুংরিয়া হাই স্কুল কলেজের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন নির্বাচন খুব সুষ্ঠ হয়েছে, কারো কোনো অভিযোগ নাই। এদিকে ডুংরিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও উত্তরণ ক্লাবের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম অমিত দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নাই, প্রার্থীরা তাদের ফলাফল মেনে নিয়েছেন, তিনি আরও বলেন দীর্ঘদিনের সিলেকশন প্রক্রিয়া থেকে মানুষ এবার সরাসরি ভোটে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পেরেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ