মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

ডুংরিয়া সমাজ কল্যাণ পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষক সম্মাননা প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩০ বার

স্টাফ রিপোর্টার::

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডুংরিয়া গ্রামের প্রবাসীদের উদ্যোগে ও ডুংরিয়া সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ডুংরিয়া মদিনাতুল উলুম  মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে পোশাক, শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষক সম্মাননা প্রদান  করা হয়েছে।

মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ডুংরিয়া মাদ্রাসায় এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও ডুংরিয়া সমাজ কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা পাভেল মনসুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুন নুর। স্বাগত বক্তব্য রাখেন ডুংরিয়া সমাজ কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক প্রভাষক মামুন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুংরিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফারুক আহমদ, শিবপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহিম, ডুংরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ফয়জুল বারী, ডুংরিয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক সুলতান আহমদ৷

শিক্ষা উপকরণ বিতরণের পর অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুন নুর, পরেশ চক্রবর্তীকে  সম্মাননা প্রদান ও বৃহত্তর ডুংরিয়া গ্রামের সকল মসজিদের ইমাম ও খতিবদের উপহার প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। এবং অনুষ্ঠানের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী সুহেল আলম, ইতালি প্রবাসী মনসুর আলম ও সৌদি প্রবাসী জাহেদ হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান আহমদ তার বক্তব্যে সবসময়ই সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য বৃহত্তর ডুংরিয়া গ্রামের সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে সকল প্রবাসীর হেফাজত কামনা করেন৷ এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্য প্রবাসী হাজী শিরী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার রুহের মাগফিরাত কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ