মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

ডিসেম্বরে বিপিএল হবে কি?

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ২০৮ বার

স্পোর্টস ডেস্কঃ  
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে আগামী ৬ ডিসেম্বর শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীউপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু’ বিপিএল।
বিসিবি নিজ অর্থায়নে এবারের বিপিএল পরিচালনা করবে। থাকছে না কোনো ফ্রাঞ্চাইজি। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে চলতি মাসেই প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সাম্প্রতিক ক্যাসিনো ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেক পরিচালকই গাঢাকা দিয়েছেন। বিপিএলের কার্যক্রমও চোখে পড়ছে না। যে কারণে নির্ধারিত সময়ে বিপিএল শুরু হওয়া নিয়ে রয়েছে শংসয়।
এ ব্যাপারে মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘যেহেতু এবারের বিপিএল নতুনভাবে হওয়ার কথা। এখানে স্পন্সর পার্টনার নিয়েছি। তাদের সঙ্গে কী ধরনের চুক্তি করতে হবে সেটা ঠিক করতে হবে। নতুন করে বাইলজ করতে হবে। এই কাজগুলো শেষ করে প্লেয়ার ড্রাফটে যেতে হবে।’
বিসিবির এ পরিচালক আরও বলেন,‘স্পন্সরদের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত তো আমরা ঘোষণা করতে পারছি না। এগুলো করতে অনেক সময়ের ব্যাপার। তাই পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ডিসেম্বরের শেষ দিকেযদি হয় তাও আমাদের জন্য ভালো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ