রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন

ডিমের খোসায় রূপচর্চা!

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ২৬৩ বার

লাইফস্টাইল ডেস্ক;  ডিম দিয়ে রূপচর্চার কথা আমরা শুনে থাকলেও ডিমের খোসার কথা অনেকেই শুনিনি। প্রোটিনের চমৎকার উৎস ডিম শরীরকে যেমন চাঙ্গা রাখে, তেমনি ত্বক ও চুলচর্চাও উপকারী।

ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন ডিমের খোসা। ডিমের খোসা ত্বকের মরা চামড়া দূর করে উজ্জ্বল ও সুন্দর করে।

আসুন জেনে নিই ত্বকের যত্নে ডিমের খোসার ব্যবহার–

১. ডিমের খোসা কুসুম গরমপানি দিয়ে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে খোসা চূর্ণ করে পাউডার তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রস, ১ চা চামচ মধু ও দুধের সর মেশান ডিমের খোসার পাউডারের সঙ্গে। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

এবার মাইল্ড ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে হালকা করে মুছে নিন। এর পর ব্রাশ দিয়ে পাতলা আবরণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে স্ক্রাব করে উঠিয়ে ফেলুন। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

২. ১ চা চামচ ডিমের খোসার পাউডার ও ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসওয়াশের মতো ব্যবহার করুন। এতে ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি জৌলুশ বাড়বে।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ