সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

ডাবল সেঞ্চুরিতে আগমনী বার্তা দ্রাবিড় পুত্রের

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ২২৫ বার

স্পোর্টস ডেস্কঃ  
ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ রাহুল দ্রাবিড়ের হাতে তুলে দেওয়া হয়েছে। দেশটির সাবেক অধিনায়ক এর মাঝেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে এনেছেন। এখন ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। দেশের ক্রিকেট ভবিষ্যৎ উজ্জ্বল করার দায়িত্বে থাকা দ্রাবিড় খুশি হবেন, এ যাত্রায় নিজের পরিবারকেও সঙ্গী পাচ্ছেন। তাঁর বড় ছেলে যে পারফরম্যান্সে আলোড়ন তুলছে বয়স ভিত্তিক দলে।
২০১৫ সাল থেকে স্কুল ক্রিকেটে সামিত দ্রাবিড়ের নামডাক। তবে পরশু যা করেছেন সেটা আলোয় আসতে বাধ্য। কর্ণাটক রাজ্যের অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে ধারওয়ার অঞ্চলের বিপক্ষে ম্যাচ ছিল সহসভাপতি একাদশের। সে দলের অধিনায়ক সামিত প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে। ২৫০ বলে ২০১ রানের এক ইনিংসে খেলা সামিতের ইনিংসে ছিল ২২টি চার। এখানেই থামেনি সামিত। বল হাতে তিন উইকেটও নিয়েছে ২৬ রানে। পরে আবার দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নেমেও শাসন করেছে বোলারদের। অমীমাংসিতভাবে শেষ হওয়া ম্যাচে খেলা শেষ হওয়ার আগে ৯৪ রানে অপরাজিত ছিল সামিত।
ডান হাতি ব্যাটসম্যান সামিত ২০১৫ সালে প্রথম অনূর্ধ্ব-১২ ক্রিকেট দিয়ে আলোচনায় এসেছিল। মাল্য অদিতি আন্তর্জাতিক বিদ্যালয়ের হয়ে তিন ম্যাচে পঞ্চাশ করেছিল সামিত। তিন ম্যাচেই তার দল জয় পেয়েছিল। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটেও সেঞ্চুরি পেয়েছিল সামিত। সেবারও স্কুলের হয়ে খেলা সামিতের দেড় শ রানের ইনিংসে বিবেকানন্দ স্কুলকে ৪১২ রানে হারিয়েছিল তার দল। পারফরম্যান্সের গ্রাফ ধীরে ধীরে চড়ছে সামিতের। তাই তাকে নিয়ে আশান্বিত হয়ে উঠছেন সবাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ