সুনামগঞ্জ প্রতিনিধি::
ডাঃ সৈকত দাস সুনামগঞ্জের কৃতি সন্তান হিসেবে যাকে মানবিক ডাক্তার হিসেবে সবাই জানেন এবং চিনেন।
সে আজ বৃহস্পতিবার ঢাকা ৩৯তম বিসিএস পরীক্ষায় সফলভাবে উর্ত্তীণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে মনোনীত হয়েছেন। এমন এক সময় তাকে সার্জন হিসেবে আর্ত মানবতার সেবায় নিয়োগ প্রদান করা হলো যখন করোনা ভাইরাসের মতো মহামারীতে বিপর্যস্থ গোঠা বিশ্বের মানুষজন। এর প্রার্দূভাব ও বাংলাদেশের প্রতিটি জেলাতে ছড়িয়ে পড়েছে। সে একজন মানবিক ডাক্তার হিসেবে সরকারী চাকুরীতে নিয়োগ পাওয়ার আগেই নিজ জেলা সুনামগঞ্জে বসে প্রাইভেট প্র্যাকটিসকালে সে মানবিক ডাক্তার হিসেবে অসহায় রোগীদের বাসা বাড়িতে গিয়ে নিঃস্বার্থভাবেই সেবা প্রদান করায় ইতিমধ্যে জেলায় বেশ খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন। দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে দেশের অসহায় মানুষজনের কল্যাণে সে একজন সেবক হিসেবে নিষ্ঠার সাথে আত্মনিয়োগ করবে বলে বিশ্বাস করি। তার প্রচেষ্টা আগামীতে জনকল্যাণে নিবেদিত হোক সেটাই প্রত্যাশা রইল।
সে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের টাইলা (বড়বাড়ি) গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকেশ চন্দ্র দাস ও শুক্লা চৌধুরীর সন্তান এবং সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের কাকাতো ভাই।