দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ আদর করে ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। ওজন প্রায় ১৪ মণ। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে সেই ষাঁড়টিকে এক লাখ ৬৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
‘ডোনাল্ড ট্রাম্পের’ মালিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মেহেদী হাসান। তিনি সাবাব অ্যাগ্রো ফার্মের মালিক।
খামারি মেহেদী হাসান জানান, শিবগঞ্জের তর্ত্তিপুরহাট থেকে ৫৯ হাজার টাকায় ১৪ মাস আগে হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় কেনেন। এর পর ষাঁড়টির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। সেটিকে তিনি নিজস্ব খামারে লালন-পালন করেন।
অস্ট্রেলিয়ান জাতের এ ষাঁড়টি দেশীয় গরুর মতোই ঘাস, ভুট্টা ও ভুসি খেতে পছন্দ করে।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি না থাকলে ষাঁড়টির দাম প্রায় আড়াই লাখ টাকা হতো। কিন্তু অন্যবারের মতো বাইরে হতে পাইকার না আসায় লোকশানের মুখে পড়তে হলো।
সম্প্রতি ঢাকার এক ব্যবসায়ী আসন্ন কোরবানির জন্য গরুটি তার খামার থেকে কিনে বাড়ি নিয়ে যান।