স্টাফ রিপোর্টার :: প্রয়াত জাতীয় নেতা বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুুস সামাদ আজাদকে নিয়ে উনার পুত্র বধু ডনের স্ত্রী মুমতাহিনা রিতুর স্ট্যাটাস নিয়ে ফেইসবুকে তুলপার!
২০ নভেম্বর রিতু তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেন, “সামাদ আজাদ যদি খন্দকার মোশতাকের সরকারের সাথে যোগ দিতো তাহলে তাদের সন্তানেরা ভালো থাকতো” ফেইসবুকে এমন স্ট্যাটাস দেখার পরপরই সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়! সাধারন মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে চলছে এ নিয়ে নানা সমালোচনা। তবে এতে তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ সভাপতি আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি আব্দুল লতিফ কালাশাহ, সহ সভাপতি মাসুদ মিয়া, দপ্তর সম্পাদক দিলিপ কুমার তালুকদার, সহ দপ্তর সম্পাদক হাসনাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন, সহ সভাপতি জুবেল মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমেদ, সাধারণ সম্পাদক ইমরাম হোসেন তালুকদারসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, ফেইসবুকে এমন স্ট্যাটাস খুবই নিন্দা জনক। একজন বর্ষিয়ান নেতাকে নিয়ে এমন কটুক্তি করা ঠিক না। একজন মানুষ কিভাবে এমন স্ট্যাটাস ফেইসবুকে পোষ্ট করতে পারেন ভাবাই যায়না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।