মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

টেস্টে বাংলাদেশের ‘অগ্নিপরীক্ষা’ নেওয়ার দল বানাল ভারত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ২৩০ বার

স্পোর্টস ডেস্কঃ  
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ কিছু নতুন মুখ অন্তর্ভুক্ত করেছে ভারত। কিন্তু টেস্টে বাংলাদেশকে এ ‘সুবিধা’ দেয়নি ভারত। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী দলটাই ঘোষণা করেছে তারা।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি, কূলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদবদের বিশ্রাম দেওয়া হলেও টেস্টে এদের সবাই আছেন। ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক কোহলি ছাড়াও আছেন স্বপ্নের মতো দক্ষিণ আফ্রিকা সিরিজ কাটানো রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি ও শুভমন গিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচি টেস্টে চোটের কারণে বাদ পড়া কূলদীপ যাদব বাংলাদেশের বিপক্ষে ফিরছেন, ফলে বাদ পড়েছেন সেই টেস্টে কূলদীপের বিকল্প হিসেবে খেলা শাহবাজ নাদিম। কূলদীপ ছাড়াও বাংলাদেশের বিপক্ষে ভারতের স্পিন আক্রমণে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। পেস আক্রমণে চোটের কারণে জসপ্রীত বুমরা নেই, এ ছাড়া বাকি সবাই-ই আছেন। উমেশ যাদব, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামিকে পেসার হিসেবে দলে রাখা হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য কাল দল ঘোষণা করেছে ভারত। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়া দলটাই খেলবে বাংলাদেশের বিপক্ষে
এই দল নিয়েই দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে কিছুদিন আগে ধবলধোলাই করেছে ভারত। তাই বলার অপেক্ষা রাখে না, টেস্টে সাকিব-তামিমদের এক রকম অগ্নিপরীক্ষাই দিতে হবে। তা ছাড়া, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাটিতে টানা ১১ টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছে বিরাট কোহলির দল। বাংলাদেশের বিপক্ষে নিজেদের সে রেকর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার হাতছানি তাদের সামনে।
১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে ইন্দোরে। ২২ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে কলকাতায়। কলকাতার টেস্ট ম্যাচটি দিবা-রাত্রির হতে পারে।
ভারতের টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমন গিল, ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ