বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

টুইটার মুখরিত বাংলাদেশকে নিয়ে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৫০০ বার

স্পোর্টস ডেস্কঃ  
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বাংলাদেশের প্রশংসায় মুখর বিখ্যাত সব ক্রিকেট পণ্ডিতেরা।
দারুণ শুরু। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়! এর চেয়ে ভালো শুরু আর হয় নাকি! ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩৩০ রান তুলে প্রোটিয়াদের চাপে ফেলেই মাশরাফিরা জানিয়ে দিয়েছিলেন খেলাটা খুব সহজ হবে না। এরপর বোলারদের দুরন্ত পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার জন্য কাজটাকে আসলেই কঠিন করে তোলে। ২১ রানের জয় বিশ্বকাপের অন্য দলগুলোকেও বাধ্য করল বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবতে।
টুইটারে তারকা-ব্যক্তিত্বরা সব সময়ই সরব। ক্রিকেট-ব্যক্তিত্বরা কম যান না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয়ে সবাই মেতেছেন বাংলাদেশের প্রশংসায়। সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার ক্রিকেট নিয়ে টুইটারে করেন প্রায়ই। বিশ্বকাপে আছেন ধারাভাষ্যকার হিসেবে। দলের সেরা চার ব্যাটসম্যানকে শুরুর দিকে ব্যাটিং করানোর সিদ্ধান্তটা তাঁর দুর্দান্ত লেগেছে বলেই জানিয়েছেন তিনি, ‘দুর্দান্ত বাংলাদেশ! দলের সবচেয়ে ভালো চার ব্যাটসম্যানই শুরুর দিকে ব্যাট করেছে। বাংলাদেশ কিন্তু এটি সব সময় করে না। কিন্তু এটি করা উচিত। আশা করি সামনের ম্যাচগুলোতেও ভালো ব্যাটসম্যানদের ওপরেই খেলাবে তারা।’
ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ আবার গুরুত্ব দিয়েছেন দলগত পারফরম্যান্সের দিকে, ‘অসাধারণ জয় পেল বাংলাদেশ। চমৎকার অলরাউন্ড পারফরম্যান্স তাদের। ব্যাটিং খুবই ভালো করেছে, বোলাররাও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের রান করতে দেয়নি। দক্ষিণ আফ্রিকাকে অনেক কিছু নিয়েই ভাবতে হবে এখন। মূলত বোলিংয়ে তারা অনেক খারাপ করছে।’
বাংলাদেশকে নিয়ে কয়েক শব্দে ছোট্ট একটা টুইট করেছেন বীরেন্দর শেবাগ। তিনি লিখেছেন, ‘অনেক ভালো খেলেছ, জয় তোমাদের প্রাপ্য ছিল!’
বাংলাদেশের জয়ে মুগ্ধ সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান রাসেল আরনল্ডও, ‘অনেক ভালো খেলেছ বাংলাদেশ! অনেক অনেক ভালো জয়!’
ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণও কাইফের সঙ্গে সুর মিলিয়ে অলরাউন্ড পারফরম্যান্সের সুনাম তাঁর টুইটে, ‘কী অসাধারণ দিন কাটাল বাংলাদেশ! ২০১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইতিহাসের সর্বোচ্চ রান করেছে। কৌশলগত দিক দিয়েও তারা বেশ ভালো ছিল। শেষ দিকে বাংলাদেশের সঙ্গে লড়ার জন্য দক্ষিণ আফ্রিকার রসদই ছিল না!’
ওদিকে হতাশ হলেও বাংলাদেশকে প্রাপ্য প্রশংসাটুকু দিতে ভোলেননি সাবেক দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান হার্শেল গিবস, ‘প্রতি ক্ষেত্রেই বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিলাম। আমাদের অধিনায়কই বলেছেন, এভাবে কেউ বিশ্বকাপ শুরু করে না!’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ