স্পোর্টস ডেস্কঃ
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি
ওয়ানডে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই আজ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৫ জনের দল ঘোষণা করলেন নির্বাচকেরা। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নাসুম বেশ পরিচিত নাম। সিলেট বিভাগের এ স্পিনার খেলেছেন বিসিবির বয়সভিত্তিক দলে। এবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়েও নজর কেড়েছেন ২৫ বছর বয়সী এ ক্রিকেটার। দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিন। নেতৃত্বে আছেন যথারীতি মাহমুদউল্লাহ। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনসহ মোট পাঁচ ‘বিশেষজ্ঞ’ পেসার দলে টেনেছেন নির্বাচকেরা। মিডিয়াম পেস পারেন সৌম্য সরকারও। স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান, আমিনুল ইসলাম ও নাসুম। অর্থাৎ, ডান হাতি অফ স্পিনার, ডান হাতি লেগ স্পিনার ও বাঁহাতি স্পিনার দলে টেনেছেন নির্বাচকেরা।
৯ মার্চ ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পরের ম্যাচটি ১১ মার্চ ঢাকাতেই।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।