বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

টি-টোয়েন্টির সর্বকালের সেরা র‌্যাংকিংয়ে নেই সাকিব!

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২০২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা বোলারদের র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সেই তালিকায় নেই এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হয়তো ফিক্সিং প্রস্তাব গোপন করে এক বছর নিষিদ্ধ হওয়ায় সাকিবকে রাখা হয়নি এ তালিকায়। কারণ নিষিদ্ধ হওয়ার পরই টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের তালিকা থেকে সাকিবের নাম মুছে ফেলা হয়।

তবে সাকিব না থাকলেও বাংলাদেশ দলের বোলিং কোচ নিউজিল্যান্ডের সাবেক তারকা স্পিনার ডেনিয়েল ভেট্টোরি রয়েছেন তালিকার শীর্ষ তিনে। তালিকার শীর্ষ দশে রয়েছেন পাকিস্তানের সাবেক ও বর্তমান পাঁচ তারকা ক্রিকেটার। ৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন উমর গুল। তার চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় পজিশনে ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল ভাদ্রি।

৮৫০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ড্যানিয়েল ভেট্টোরি। ৮১৭ পয়েন্ট নিয়ে চারে ক্যারিবীয় তারকা স্পিনার সুনীল নারিন, ৮১৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে আফগানিস্তানের রশিদ খান। ৮১৪ পয়েন্ট নিয়ে ছয়ে শহীদ আফ্রিদি। ৭৯৫ পয়েন্ট নিয়ে সাতে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

আট, নয় ও দশ নম্বর পজিশনে রয়েছেন পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার- সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও সাদাব খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ