মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ক্রাইস্টচার্চ হামলা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৪৩১ বার

আন্তর্জাতিক ডেস্ক 
নিউজিল্যান্ডে মসজিদে বন্দুক হামলায় নিহত ৫০ মুসল্লিকে উৎসর্গ করে নিজেদের প্রচ্ছদ তৈরি করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম। টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদ তৈরি করেছেন নিউজিল্যান্ডের ২৫ বছর বয়সী শিল্পী রুবি জোনস। দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নুর ও লিনউড মসজিদে হামলা চালায় অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেনটন ট্যারান্ট। সেই হামলা নিহত ৫০ মুসল্লিকে স্মরণ করে টাইম তাদের প্রচ্ছদে ৫০টি তারা রেখেছে। আর ‌‘হোয়াট টেরর কান্ট ডিভাইড’ শিরোনামে প্রচ্ছদের নামকরণ করেছে বিখ্যাত এই সাময়িকীটি।
কটি লেখা প্রকাশ করে টাইম। সেখানে বলা হয় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ওই নির্মম হামলার পর দেশজুড়ে মানুষের যে শোকাবহ অনুভূতি তৈরি হয়েছে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের অধিবাসী রুবি জোনস টাইমের প্রচ্ছদে তাই ফুটিয়ে তুলেছেন।
প্রচ্ছদ শিল্পী জোনস টাইম ম্যাগাজিনকে বলেন, ‘গোটা বিশ্বের মানুষসহ আমি বর্তমানে যা অনুভব করছি তাই ওই প্রচ্ছদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার মাধ্যমে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা বরং এর মাধ্যমে সমাজে পরস্পরের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে।’

দেশটির ওই নারী শিল্পী আরও বলেন, ‘আমি চিন্তা করছি বর্তমান সময়টা আগের যেকোনো সময়ের চেয়ে কত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে আমাদের এক জায়গায় এসে দাঁড়াতে হবে। কেননা আমরা সবাই একে অপরের থেকে আলাদা। আমরা ভিন্ন ভিন্ন দেশ, সংস্কৃতি, ধর্মের মানুষ।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিও ব্যাপক প্রশংসিত হয়। রুবি জোনস ও তার আঁকানো ছবি
টাইমের প্রচ্ছদ ছাড়াও রুবি জোনসের আরও একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, দুজন নারী আলিঙ্গন করছেন। তাদের একজন হিজাব পরিহিতি। ছবির নিচে ইংরেজিতে যা লেখা আছে বাংলাতে তার তরজমা করলে দাঁড়ায়, ‘এটা তোমার ঘর, তোমার এখানে নিরাপদে থাকা উচতি ছিল।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ