স্পোর্টস ডেস্কঃ টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে। দুই ওপেনার তামিম ও সাদমান ব্যাট করছেন। আজকের একাদশে কিছুটা চমক রয়েছে।
একাদশে একজন মাত্র পেসার নেওয়া হয়েছে। আর স্পিনার নেওয়া হয়েছে চার-চারজন। তামিমের সঙ্গে ম্যাচ ওপেন করতে নামানো হয়েছে তরুণ সাদমানকে। আবহাওয়া ও উইকেটের দিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাঁচ ওভারের খেলা শেষ না হতেই তামিম আউট হয়ে পেভিলিয়নে। ১৫ বলে ৯ রান করে আউট হন তামিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫.৩ ওভারে ২৩ রান করেছে বাংলাদেশ। ১৪ রান সাদমান ও ৪ রানে শান্ত ব্যাট করছেন।
স্কোয়াডে মিডলঅর্ডারে রয়েছেন–মুমিনুল হক, মুশফিকুর রহিম। এর পর সাকিব আল হাসান, লিটন দাস ব্যাট করবেন। মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান টেলএন্ডে বল করবেন। পরে রয়েছেন তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
একাদশে একমাত্র পেসার রাখা হয়েছে মোস্তাফিজকে।
এর আগে সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। নিজের অধিনায়কত্বের পঞ্চম ম্যাচে এ নিয়ে তৃতীয়বার টস জিতলেন মুমিনুল।
৩৪৬ দিন পর টেস্ট খেলছে বাংলাদেশ।