সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

টলামারা সুইচ গেইট নির্মাণ নিয়ে চলছে নানা অনিয়ম

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৪৬৬ বার

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ সদর উপজেলা লক্ষনশ্রী ইউনিয়নের টলামারা খালের উপড় স্লাইছ গেইট নির্মাণে বিএডিসি সুনামগঞ্জ (সওকা)জোনের ট্রেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে হবিগঞ্জের একটি টিকাধারী প্রতিষ্টান ২০১৭ ইংরেজীতে( ৪৬০০০০০) লক্ষ টাকার স্লাইছ গেইট নির্মাণের কাজটি পায়। এসময় হাওরে পানি ঢুকার বাহানা করে তারা কাজ না করেই চলে যায়। দেখারহাওরে বাঁধের কাজ শুরু হলে আবার কাজ শুরু করা হয় কিন্তু এবার স্লোইছ গেইট না করে কালভার্টের ডিজাইনে শুরু করে। এদিকে বিএডিসি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে অনিয়মের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বিল করে নেওয়ার পায়তারা করছে এই টিকাদারি প্রতিষ্টানটি। এ নিয়ে এলাকায় জনসাধারনের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে সাব টিকাদার মহিম মিয়ার মোবাইল ফোনে ফোন দিয়ে প্রতিষ্টানের নাম আর কাজের ডিজাইনের পরিবর্তন বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
লক্ষনশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মো:আব্দুল ওয়াদুদ বলেন,কাজটি মরা পাথর আর ধুলা মিশ্রিত বালু পুরাতন স্লেপ বসিয়ে দায়সারা কাজ করতে গিয়ে কালভার্টের মুল পিলারে দেখা দিয়েছে ফাটল। হাওড় রক্ষা বাঁধ নিয়ে এমনিতেই চাপে আছি তার উপর এই কালভার্টের অনিয়মে টিকাদারের কাউকে সাইটে আসলে পাওয়া যায় না এ নিয়ে আমি টিকাদারের সাথে আলাপের চেষ্টা করছি। বিএডিসি সুনামগঞ্জ (সওকা) জোনের সহকারী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ খালিদুজ্জামান বলেন,অনিয়মের বিষয়টি শুনেছি সরেজমিনে আমি যাব কোন অনিয়ম পেলে টিকাদারী প্রতিষ্টানের বিরোদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ