রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

‘জয়’ নামটা তাঁকেই মানায়

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৩৩ বার

স্পোর্টস ডেস্কঃ  
তাঁর ডাক নাম জয়। এখন পর্যন্ত যুব ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা এল সেই মাহমুদুল হাসানের ইনিংসের সুবাদেই
স্কয়ার লেগে বল পাঠিয়েই হেলমেট খুলে আকাশে তাকালেন। বিড়বিড় করে নিজেকেই নিজে বললেন, ‘ওয়েল ডান’। মাহমুদুল হাসানকে হয়তো পুরো বাংলাদেশই তখন ‘ওয়েল ডান’ বলছিলেন। ১২৭ বলে ১০০ রানের স্মরণীয় ইনিংসটিই যে নিউজিল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশকে জিতিয়েছে। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে তুলেছে বাংলাদেশকে।
নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ২১২ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের জয়ের জন্য বিশেষ কিছু দরকার ছিল না। দরকার ছিল ঠান্ডা মাথার ব্যাটিং। দুই ওপেনার দ্রুত বিদায় নিলেও তিনে নেমে ম্যাচটা নিজেদের দখলে নিয়ে এসেছেন মাহমুদুল। ম্যাচ শেষে বলছিলেন, ‘আমার পরিকল্পনা ছিল ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকা ও প্রান্ত বদল করা। দলে এটাই আমার দায়িত্ব।’ জয় থেকে মাত্র ১১ রান দূরে থাকা অবস্থায় আউট হয়েছেন। কিন্তু ততক্ষণে ম্যাচ নিয়ে সব শঙ্কা আর উত্তেজনা শেষ। দায়িত্বটা তাই ভালোভাবেই মাহমুদুল পূর্ণ করেছেন বলা যায়।
বিশ্বকাপের আগে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সেঞ্চুরি করেছিলেন মাহমুদ। সেই সিরিজে ৯০-এর ঘরে আউট হয়েছেন। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে করলেন ম্যাচ জেতানো ১০০। ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা দেখিয়ে দিয়েছেন এই ব্যাটসম্যান, ‘আমি ৯০ রানে একবার আউট হয়েছিলাম নিউজিল্যান্ড সিরিজে। এবার সেই ভুল করতে চাইনি। ম্যাচ জেতানো সেঞ্চুরি করে ভালো লাগছে অবশ্যই।’
ম্যাচ শেষে দলের স্পিনারদের প্রশংসা করেছেন অধিনায়ক আকবর আলী। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন পেসারদের পক্ষে কথা বললেও নিউজিল্যান্ডের শক্তি ও দুর্বলতা বুঝেই পরিকল্পনা করে সফর হয়েছে যুবারা। আকবর বলছিলেন, ‘বোলাররা ভালো করেছে। আর শুরুর দিকে ব্যাটসম্যানদের বড় জুটি গড়তে হতো। জয় ও হৃদয় খুবই ভালো খেলেছে। আমরা সেটা করতে পেরেছি। আমাদের তিন স্পিনারই ভালো করেছে। নিউজিল্যান্ডের জন্য আমাদের আলাদা পরিকল্পনা ছিল। ওদের বিপক্ষে আমরা সম্প্রতি খেলে এসেছি।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। দাপট দেখিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। শক্তিশালী ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটিকে অন্য সব ম্যাচের মতো দেখতে চান আকবর, নিতে চান না বাড়তি চাপ, ‘ওদের অনেক শক্তিশালী মনে হচ্ছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে চাইব। চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা দেখাতে। তিন বিভাগেই ভালো করতে হবে আমাদের, ওরা যেহেতু খুব ভালো দল।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ