স্টাফ রিপোর্টার:: জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য আর গ্রামের মধ্যে সম্প্রীতি এবং ভালবাসার বন্ধন মেলাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে আয়োজন করা হয় কাবাডি (হাডুডু) খেলার দাওয়াতী উৎসব। এতে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ২৫টি কাবাডি দলের খেলায়াররা অংশ নেয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় জয়কলস মাদ্রাসার পুর্বের মাঠে জয়কলস গ্রামবাসীর আয়োজনে সুনামগঞ্জ জজ কোর্টের এডভোকেট মোঃ বশির উদ্দীনের সভাপতিত্বে, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ নুরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলার ৫ নং চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো: কদর মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, বিশিষ্ট বিচারী মহির উদ্দিন, রমজান আলী, খোদা বক্স, সোহেল সহ বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ।