রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

জয়কলস ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুজন’র মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৬২ বার

স্টাফ রিপোর্টার:: আসন্ন জয়কলস ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন দক্ষিণ সুনামগঞ্জ  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ডুংরিয়া উত্তরণ ক্লাবের সভাপতি এবং বিশিষ্ট শিক্ষানুরাগী যুবনেতা মনিরুজ্জামান সুজন। তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর ) সন্ধ্যায় ডুংরিয়া গ্রামের পরিকল্পনামন্ত্রীর পুরান বাড়িতে নিজ পাড়া উত্তর কান্দায় নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে  পাড়ার আওয়ামীলীগ, সহযোগি সংগঠন এবং সকল মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং    নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

উত্তর কান্দার প্রবীন মুরব্বি মোঃ আব্দুল হক মিয়ার সভাপতিত্বে এ উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী  মনিরুজ্জামান সুজন বলেন, আওয়ামীলীগের দু:সময়ে আমি দলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলাম। বর্তমানে উত্তরণের ক্লাবের মতো ছোট্ট একটি দায়িত্বে থেকে মেধাবৃত্তি ও শিক্ষার উন্নয়ন এর  জন্য কাজ করে যাচ্ছি। আমি গত দুই নির্বাচনেও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হতে চেয়েছিলাম, কিন্তু আমাদের উন্নয়নের বটবৃক্ষ আলহাজ্ব এম এ মান্নান মহোদয় ও আপনাদের কথামতো তখন নির্বাচন থেকে সরে দাড়িয়েছিলাম। এবার ঘরের ছেলে হিসেবে আমি আপনাদের সমর্থন চাই। যদি আপনারা আমাকে সমর্থন করেন তবেই আমি ইউপি নির্বাচন করবো। আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত, তাই আশা করছি উন্নয়নের নৌকা প্রতিক এবার আমি পাবো। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। তিনি আরও বলেন, যদি আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে  রাজনীতিতে আমার কাছে সবাই সমান অগ্রাধিকার পাবেন। আমরা দরজা সবসময়  জনগনের জন্য খোলা থাকবে। অতীতে যেমন দলের নেতাকর্মীদের বিপদে আপদে যেমন ছুঁটে গিয়েছি, যেভাবে জনগনের দু:খ লাগবে নিজেকে নিয়োজিত রেখেছি। আগামীতেও আমি দলের জন্য, জনগনের জন্য কাজ করে যাব।

ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী  মনিরুজ্জামান সুজন আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে আজীবন আওয়ামীলীগের জন্য কাজ করতে চাই, বড় পরিসরে জনগনের জন্য কাজ করতে চাই। সেইজন্য সর্বসাধারণ ও দলের সকলস্তরের নেতাকর্মীর সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে ইনশাল্লাহ সফল হবো।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফয়জুল হক, বিশিষ্ট মুরব্বি মোঃ আলি হোসেন, গেদা মিয়া, আব্দুল অদুদ, সানজব মিয়া, আশিক মিয়া, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, অদুদ মিয়া, ফল্টু মিয়া, জামাল মিয়া, বাবুল মিয়া, আমিন মিয়া, নজরুল মিয়া,  উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সম্ভাব্য ইউপি মেম্বার ও উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, যুবলীগ নেতা শাহ দুলাল, কৃষকলীগ নেতা রহিম উদ্দিন ও হাফিজুর রহমান  সহ সকলস্তরের ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ