রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

জয়কলসের (অবঃ) শিক্ষক আজিম উদ্দীন আর নেই, জানাযা সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৫০৯ বার

নিজস্ব প্রতিবেদক::  

দক্ষিণ সুনামগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক আজিম উদ্দীন (৮৬) আর নেই, (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দুপুর ১২টা ৫০মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তাহার জানাযার নামাজ বৃহষ্পতিবার সকাল ১০টায় উপজেলার জয়কলস জামেয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন জয়কলস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক। জানাযার নামাজে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার মাসুদ মিয়া,শায়খ মাওলানা ইছহাক আলী, শায়খ মাওলানা আফসার উদ্দীন, ক্বারী সিরাজুল হক, শান্তিগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, ক্বারী কমর উদ্দীন, মাওলানা ইলিয়াছ আহমদ, বিশিষ্ট সমাজ সেবী সৈয়দ আহমদ, রমজান আলী, মহির উদ্দীন, গিয়াস উদ্দীন, ডাঃ মাষ্টার নজরুল ইসলাম, মাষ্টার নজরুল ইসলাম, দলিল লিখক রমজান আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, উজানীগাও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ, মোহন চৌধুরী, মৌলভী ফখর উদ্দীন, রইছ উদ্দীন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক জিলানী মিয়া, ব্যবসায়ী মাওলানা রমজান আলী, হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন মিয়া, মাওলানা এনামুল হক, মাওলানা জমির উদ্দীন, মৃতের ছেলে মাষ্টার হাবিবুর রহমান, মাষ্টার সুলতান আহমদ, মাষ্টার মাওলানা জুবায়ের আহমদ, মাষ্টার সম্রাট মিয়া, মানবাধিকার কর্মী আবু সঈদ, মৌলভী আসকর আলী, ব্যবসায়ী নুর উদ্দীন, কদাবস মিয়া, শফিকুল ইসলাম, গোলাম আহমদ, তারিফ মিয়া, ব্যবসায়ী মুজিবুর রহমান, দলিল লিখক আনোয়ার আলী, নাজিম উদ্দীন, মাওলানা নোমান আহমদ, মাওলানা ইমদাদ চৌধুরী, রমজান আলী,মোহাম্মদ আলী নিশা, রায়হান কবির, বাবুর্সী মমিন উল্লাহ সহ এলাকার ধর্মপ্রান মুসলমান বৃন্দ প্রমূখ। জানাযা শেষে গ্রামের কবর স্থানে দাফন সম্পন্ন হয়

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ