মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

জেল হত্যা দিবস উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে ছাত্রলীগের আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২১৬ বার

নিজস্ব প্রতিবেদক::  

জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩ নভেম্বর) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সমীরণ দাস সুবীর।

এসময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক শাহিনুর আহমদ সুলতান, ছাত্রলীগ নেতা শুয়েব মিয়া, মাছুম আহমদ, শুভ দাস, জিয়াউর রহমানসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে জাতির পিতার অবর্তমানে জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধকে সফলতার দিকে নিয়ে গিয়েছিলেন। এ কারণেই মুক্তিযুদ্ধের বিরোধী চক্র ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জেলের মধ্যে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। তাদের ষড়ষন্ত্র আজও বিদ্যমান রয়েছে। তাই সবাইকে সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন ও ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ