স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা তথ্য অফিসেওে ব্যবস্থাপনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগনকে উদ্ধুদ্ধ ও সম্পৃক্তকরনের লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক কার্যক্রম একটি বাড়ি একটি খামার প্রকল্প,আশ্রয়ন প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,শিক্ষা সহায়তা কার্যক্রম,সবার জন্য বিদ্যুত,সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ,কমিউনিটি ক্লিনিক,শিশু বিকাশ,বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে প্রেস ব্রিফিং পরবর্তী আলোচনা সভায় জেলা তথ্য কর্মকর্তা মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও এপিএআই অপারেটর মো: শরীপ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুর হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সহ সভাপতি এম এ কাসেম,সাধারণ সম্পাদক মো: নুরুল হক,সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,অর্থ সম্পাদক সোহেল তালুকদার,সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ সহ প্রমুখ।