ছায়াদ হোসেন সবুজ :: সুনামগঞ্জ জেলা পর্যায়ে”সৃজনশীল মেধা অন্মেষণ “প্রতিযোগিতা ২০১৯ এর “খ” বিভাগে জেলার ১১ টি উপজেলার প্রতিযোগীদের পরাজিত করে সাফল্যের সাথে প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের দশম শ্রেণির মেধাবী ছাত্র আল মামুন । সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের মৃত আব্দুল বাছিত(ইজাদ) মিয়ার ছেলে । তার এমন সাফল্যে দেখে অবিভূত হয়েছেন উপজেলাবাসী।
বিষয়টি নিশ্চিত করে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন বলেন, আল মামুনের এমন সাফল্যে আমরা গর্বিত।তার সাফল্য আমাদের প্রতিষ্ঠানের অনেক সুনাম বয়ে এনেছে। আমরা আশা করি ভবিষ্যতেও তার এমন সাফল্য অব্যাহত থাকবে।
ব্যাপক আনন্দিত হয়ে প্রথম স্থান অধিকারকারী আল মামুন জানায়, খুব ভালো লাগছে নিজের স্কুলের সম্মান রক্ষা করতে পারায়। কয়েকদিন পর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবো আমি জেলাবাসীর কাছে দোয়া প্রার্থী।
ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম বলেন, মামুনের এমন সফলতার কথা শুনে সত্যিই অনেক ভালো লাগছে। সে ক্লাসে যেমন সর্বদা টেলেন্ট সবদিকেই টেলেন্ট আজ তার প্রমাণ দিল। আমি তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
উল্লেখ্য, গত (১৬ মার্চ) শনিবার দক্ষিণ সুনামগঞ্জে মেধা অন্মেষণ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদেরকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করে। এছাড়াও আল মামুন এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে।