বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

জুলাই থেকে শুরু হচ্ছে সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট :পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৫২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, কাঙ্খিত সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে জুলাইয়ে প্রথম সপ্তাহ থেকে। শুক্রবার (১২ জুন) সকালে পররাষ্ট্রমন্ত্রী জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক জানিয়েছেন জুলাইয়ে প্রথম সপ্তাহ থেকে সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে।

এই ফ্লাইটে ২০ টন পর্যন্ত পণ্যসম্ভার পরিবহন করা যাবে। পররাষ্ট্রমন্ত্রী পন্য পরিবহনে চট্রগ্রাম এবং ঢাকার সাথে সিলেটের ভাড়ার সমন্বয় করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হককে চিঠি দিয়েছেন।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট থেকে লন্ডন প্রতি কেজি ১.৪৫ ডলার রাখা হলেও চট্রগ্রাম এবং ঢাকা থেকে লন্ডন প্রতি কেজি রাখা হয় ০.৫৫ ডলার। এটি গ্রহণযোগ্য বা ন্যায্যও নয়। দাম একই হওয়া উচিত।

সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের কার্গো স্টোরেজ ক্ষমতা বর্তমান ১০ টন থেকে ২০ টনে প্রসারিত করারও নির্দেশ দেন।

উল্লেখ্য যে,এ বছরের এপ্রিল মাস থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট শুরু হবার কথা থাকলেও করোনা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সব কিছু এলোমেলো হয়ে যায়।বন্ধ করা হয় বিমানের আভ্যন্তরীন এবং আর্ন্তজাতিক সকল ফ্লাইট।

-দৈনিকসিলেট

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ