স্পোর্টস ডেস্কঃ মেসি যখন বার্সেলোনা ছাড়তে উন্মুখ, তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তখন জুভেন্টাসেই নিজের ভবিষ্যৎ দেখছেন।
বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম বার্তায় সমর্থকদের আশ্বস্ত করে রোনাল্ডো জানিয়েছেন, আগামী মৌসুমেও জুভেন্টাসের জার্সিতেই বিশ্ব জয় করতে চান তিনি।
জিততে চান সম্ভাব্য সব শিরোপা। চালিয়ে যেতে চান রেকর্ড ভাঙার খেলা। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে তুরিনে পা রাখার পর টানা দু’বার সেরি-এ লিগ জিতলেও আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জুভেন্টাসকে এনে দিতে পারেননি পর্তুগিজ মহাতারকা।
তৃতীয় মৌসুমে ব্যর্থ হতে রাজি নন ৩৫ বছর বয়সী রোনাল্ডো। ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নতুন মৌসুমে নতুন কোচ আন্দ্রে পিরলোর অধীনে বিশ্ব জয়ের ঘোষণা দিলেন রোনাল্ডো, ‘জুভেন্টাসের হয়ে তৃতীয় মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছি। আমার আকাঙ্ক্ষা ও উচ্চাশা আছে আগের মতোই অনেক উপরে।
গোল, জয়, অঙ্গীকার, নিবেদন, পেশাদারিত্ব। আমার সামর্থ্যরে সবটুকু দিয়ে আমরা আবার ইতালি, ইউরোপ ও বিশ্ব জয়ের লক্ষ্যে ঝাঁপাব। রেকর্ড ভেঙে এবং সব বাধা পেরিয়ে সামনের সব চ্যালেঞ্জে জয়ী হতে হবে। আমরা জুভেন্টাস, আমরা চ্যাম্পিয়ন। এবার আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।’