রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন

জীবন যেখানে যেমন ও একজন হরমুজ আলীর গল্প

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৬৫ বার

আজ থেকে প্রায় ৭০ বছর আগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুুলতানপুরে নামক অজপাড়া গাঁয়ে নিম্মবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন আজন্ম বিপ্লবী জনাব হরমুজ আলী।পিতার নাম-মানউল্লাহ ও মাতার নাম নয়াবানু।ব্যক্তি জীবনে হরমুজ আলী পাঁচ মেয়ে ও এক পুত্র সন্তানের জনক পেশায় একজন রিক্সা চালক। উনার ভাষায়,এ কঠিন পেশায় তিনি প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে আছেন। -কেনো এ পেশায় তিনি এলেন? কেনো তিনি অন্য পেশা বেচে নিলেন না? -জিজ্ঞেস করতেই তিনি বলেন,’আমার জন্মটা অইছিল অভাবের ঘরো, তবে পয়লা আমি এই রিক্সা চালানোর পেশায় আইছি না। আমি পয়লা গেরস্তের কাম করতাম। তারপর অনেক দিন বিছনাকান্দিতে
পাথরের বারকির কামও করছি।

এরপর মনে অইলো,পরিবারকে সঙ্গ দেওয়া দরকার, তাদের হঙ্গে থাকা দরকার,হের লাগি বাড়িত আইল্লাম,আর বাড়িত আইয়া এফআইভিডিবির কাছ থাইক্যা কিস্তি তুইল্যা রিক্সা কিনি, রিক্সা চালাইয়া হেই কিস্তি শেষ কইরা আইজ পর্যন্ত এই পেশাতেই আছি।’ -জিজ্ঞেস করেছিলাম,’এই বৃদ্ধ বয়সেও কেনো রিক্সা চালাচ্ছেন,তাছাড়া আপনার তো একটা ছেলে আছে, সে কি আপনারে নিষেধ করে না? -জবাবে তিনি বলেন,’না,পুয়ায় না করে, তবে আমি তো বুঝি তার বাচ্চাকাচ্ছারেই হে পালতো পারেন না, এছাড়া আমারও বেকার ভাল্লাগে না হের লাগি রিক্সা চালাই,আর আমি যতোদিন কাম করার শক্তি আছে নিজেই রুজি কইরা খাইমু।’ -জিজ্ঞেস করলাম,আপনার জীবনশক্তি দেখে মুগ্ধ হয়েছি। এখন বলুন আপনার রিক্সা চালানোর পেশা নিয়ে কোনো মজার বা বিরক্তির কি কোনো ঘটনা আছে? -কথাটি বলতেই তিনি মুচকি হাসি দিয়ে বলেন,’অনেক মজার ঘটনা আছে আবার কষ্টেরও অনেক ঘটনা আছে। -তিনি বলেন,’আমাদের এলাকায় আগে এতো রাস্তাঘাট আছিল না,সবাই রিক্সাতেই ঘুরতো,প্রায়ই এলাকার হঠাৎ অসুস্থ হওয়া মানুষকে আন্ধার রাইতে আমি রিক্সা দিয়ে সদর হাসপাতালে পৌঁছে দিতাম। এ বিষয়ে আমাকে ডাক দিলে কখনো কাউকে না করছি না।

এছাড়া একদিন এক পেছেনজার আমার গাড়িতে মোবাইল ভুলে পালাইয়া গেছিলগি,আমি গিয়া তার বাড়িত দিয়া আইছি। আর কষ্টের
কথা কিতা কইতাম। একদিন বড়মোহা যাইতে আন্ধার গোন্ধার পথ না দেইখ্যা আমার গাড়ি উল্টিগেছলো,আমার শইল্লো দুখ পাইছলাম,এই দুখ আমারে এখনও ভুগায়,বলেই চোখের জল মুচলেন তিনি। কিছুক্ষণ পর তারাহুরা করে মাথায় ছাতাটা দিতে দিতে দাঁড়িয়ে বললেন,’নাতি উঠি এখন। মেঘ দেখরাম ছাড়ছে,দেখি টিবটুব একট পাইনি।’

সাক্ষাৎকারটি নিয়েছেন-
গল্পকার সুলেমান কবির
তারিখ:১২/৯/১৮,বিকাল ৪ ঘটিকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ