রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে শাহাদাতের বোলিং নৈপুণ্য

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৮ বার

স্পোর্টস ডেস্ক ঃ 
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন শাহাদাত হোসেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জয়ে অবদান রাখা তরুণ স্পিনার শাহাদাতের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে প্রথম দিনে ২৯১ রানে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে।
মঙ্গলবার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর গ্রাউন্ডে দুইদিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে সফরকারী জিম্বাবুয়ে।
প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে সফরকারী জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ১০৫ রান করেন দুই ওপেনার কেভিন কাসুজা ও প্রিন্স মাসভাউরে।
এরপর ৪১ রানের ব্যবধানে জিম্বাবুয়ের ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে সক্ষম হন বাংলাদেশি যুবারা। প্রিন্স মাসভাউরেকে সাজঘরে ফিরিয়ে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙেন ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার ও বিসিবি একাদশের অধিনায়ক আল -আমিন। তার স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরার আগে ৭৭ বলে ৭টি চারের সাহায্যে ৪৫ রান করেন জিম্বাবুয়ের ওপেনার মাসভাউরে।
এরপর জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিনকে মাত্র ১০ রানে সাজঘর ফেরান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ে অবদান রাখা শাহাদাত হোসেন।


প্রথম সেশনে ৫১ রান করে স্বেচ্ছায় অবসরে যাওয়া কাসুগা এরপর আবারও মাঠে নেমে সুবিধা করতে পারেননি। আউট হওয়ার আগে করেন ৭০ রান। তার বিদায়ে অল্পতেই গুঁটিয়ে যাওয়ার শঙ্কা জাগে সফরকারীদের।
সপ্তম উইকেটে সেই শঙ্কা দূর করেন টিমিসেন মারুমা ও চার্ল মুম্বা। দু’জনে মিলে গড়েন ৪৯ রানের জুটি। ৩৪ রান করা মারুমা আল-আমিনের বলে আউট হলে বিচ্ছিন্ন হয় এ জুটি। প্রথম দিনের খেলা শেষে জিম্বুবয়ের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান। ৫৪ ও ২৫ রানে অপরাজিত রয়েছেন মুম্বা ও অ্যাইন্সলে নাদুলভা।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে -১ম ইনিংস: ৯০ ওভারে ২৯১/৭ (কাসুজা ৭০, মুম্বা ৫৪*, মাসভাউরে ৪৫, মারুমা ৩৪, অ্যাইন্সলে ২৫*, মুজিঙ্গানিয়ামা ১৭, চাকাভা ১৩, আরভিন ১০, মুতোম্বোজি ০; শাহাদাত হোসেন ৩/১৬, আল -আমিন ২/৪০, শরিফুল ১/৩৪)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ