বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

জার্মান কোম্পানিকে করোনার টিকা পরীক্ষার অনুমতি

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৪২ বার

অনলাইন ডেস্কঃ  জার্মানির ‘কিওরভ্যাক’ কোম্পানিকে তাদের উদ্ভাবিত করোনার টিকা মানবদেহে পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। এ নিয়ে জার্মানির দ্বিতীয় কোনো কোম্পানি এমন অনুমতি পেল।

বুধবার টিকা পরীক্ষা ও অনুমোদন দেয়ার জার্মান সংস্থা পাউল এয়ারলিশ ইন্সটিটিউট এই তথ্য জানায়। এর আগে এপ্রিল মাসে মার্কিন কোম্পানি ফাইজারের সঙ্গে কাজ করা জার্মানির ‘বায়নটেক’ কোম্পানিকেও এমন অনুমতি দেয়া হয়েছিল। খবর ডয়চে ভেলের।

১৬৮ জন স্বেচ্ছাসেবীর ওপর কিওরভ্যাক কোম্পানি এ পরীক্ষা চালাবে। চলতি মাসেই ১৪৪ জন স্বেচ্ছাসেবীকে টিকা দেয়া হবে। প্রাথমিক ফল সন্তোষজনক হলে সেপ্টেম্বর বা অক্টোবরে আরও বড় পরিসরে পরীক্ষা শুরু হবে।

পাউল এয়ারলিশ ইন্সটিটিউট বলছে, কিওরভ্যাকের পরীক্ষার ফল ‘খুব ভালো’ হলে ২০২১ সালের শুরুতে তারা টিকা অনুমোদনের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আগামী বছরের মাঝামাঝি টিকা বাজারে আসতে পারে বলে জানিয়েছে কিওরভ্যাক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বিশ্বব্যাপী ১১টি কোম্পানি এখন করোনার টিকা মানবদেহে পরীক্ষা করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ