মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

জামায়াত-বিএনপিকে বঙ্গবন্ধুর জীবনী পড়ার আহ্বান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ১৮১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ জামায়াত-বিএনপিকে স্বাধীনতার স্থপতি বিশ্বনন্দিত মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস ও মহান নেতার জীবনী পড়ার জন্য আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার দুপুর ১২টায় শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমির উপর বিশ্বের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর শস্যচিত্র পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অধিকার আদায়ের জন্য সারাজীবন এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি ও সংগ্রাম করেছেন। লড়াই সংগ্রাম করে একটি লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন এ জাতিকে। বঙ্গবন্ধুর আদর্শ ছিল অসাম্প্রদায়িক ন্যায় ও সমতার ভিত্তিতে একটি জাতি ও রাষ্ট্রকে পরিচালনা করা।

তিনি বলেন, বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় যারা বিরোধিতা করছে তারা পাকিস্তানের দোসর। তারা এদেশের কোনো উন্নয়ন চায় না। তাই ফসলের মাঠে ফুটে তোলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি দেখে আগামী প্রজন্ম তার আদর্শে অনুপ্রাণিত হবে। সেই সঙ্গে অসাধারণ এই শিল্পকর্মটি অচিরেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউল ইসলাম, বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত সচিব কমল রঞ্জন দাস, ওয়াহিদা আকতার, শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব কেএম মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ