বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

জামালগঞ্জ উপজেলা উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়ন দাখিল

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   ব্যাপক উৎসব মুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বুধবার জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ইকবাল আল আজাদ মনোনয়ন পত্র জমা দেন।
বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল হক আফিন্দী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।

অপরদিকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো.মাসুম মাহমুদ তালুকদার দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অতিরিক্ত নির্বাচন অফিসার মো.রেজাউল করিম এই তিন জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা নেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। মনোনয়ন পত্র যাচাই বাচাইয়ের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টা পর্যন্ত। প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টেবর। আগামী ২০ অক্টোবর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারী সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ মারা যাওয়ার পর নির্বাচন কমিশন থেকে পদটি শূন্য ঘোষণা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ