রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

জামালগঞ্জে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শীর্ষে

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৩৮২ বার

সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা পর্যায়ে ৪ঠা এপ্রিল ২০১৮ তারিখে অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতায় জামলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শীর্ষ স্থানে উন্নীত হয়েছে। জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার সকালে জামালগঞ্জ ডিগ্রী কলেজে অনুষ্ঠিত মেধা অন্বেষন প্রতিযোগীতায় ক-গ্রুপে ভাষা ও সাহিত্য বিষয়ে বিজয়ী হয় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী শফিউল আলম রুহীন, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে বিজয়ী হয় ৭ম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া জাহান মৌ। খ-গ্রুপের চারটি বিষয়েই বিজয়ী হয় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয় দুটিতেই বিজয়ী হয় বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ফাবিহা মুন্নিয়াত পন্নি। গণিত ও কম্পিউটার বিষয়ে বিজয়ী হয় বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মো: নজির হোসেন। বিজ্ঞান বিষয়ে বিজয়ী হয় বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আদনান প্রান্ত। মাধ্যমিক পর্যায়ে ৮ টি বিষয়ের মধ্যে ৬ টিতেই বিজয়ী হয় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানাযায়, বাকী ২ টি বিষয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্যে আয়োজক কমিটির প্রধান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুল হাসানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ