অনিমেশ দাস, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি জামালগঞ্জ শাখার উদ্দ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির ৬দফা দাবি বাস্তবায়নে সমিতির গতকাল সোমবার জামালগঞ্জ শাখার পরিবার পরিকল্পনার পরিদর্শক গিরিধারী পাল, মো: মঈনুল আলম, সৈকত তালুকদারের নেতৃত্বে মাঠকর্মীরা বেলা ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা পরিষদের সামনে (এফ পি আই ) পরিবারি পরিকল্পনা পরিদর্শক ও (এফ ডব্লিউ এ) পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নতি করন সহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি জামালগঞ্জ শাখার নেতৃবৃন্দ মানব বন্ধন শেষে জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরানের নিকট স্মারকলিপি প্রদান করেন। তাদের ৬দফা দাবি সমূহ: ১. চলমান নিয়োগ বিধির কাজ অতি দ্রুত সম্পন্ন। ২. মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে সৃষ্ট জটিলতা স্থায়ী ভাবে নিরসন। ৩. এফ ডব্লিউ এ দের ট্যাকনিক্যাল পদ মর্যাদা। ৪. এফ পি আই ও এফ ডব্লিউ দের পদমর্যাদা অনুযায়ী বেতন স্কেল নির্ধারণ। ৫. এফ পি আই দের সিলেকশন গ্রেড সহ অন্যান্য চাকুরীগত স্বার্থ সংশ্লিষ্ঠ স্থায়ী করনের কাজটি নিশ্চিত করন। ৬. পূর্বে প্রচলিত বিধান মোতাবেক এফ ডব্লিউ এ দের এফ ডব্লিউ ভি পদে ইন সার্ভিস ট্রেনিং এর সুযোগ ও রিপোটেশনের মাধ্যমে পদায়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উল্লেখিত ৬টি দাবি আদায়ে পর পর দু’বার বাস্তবাযনের ব্যপারে যথাযথ কতৃপক্ষের নিকট সংগঠনের পক্ষ থেকে আবেদন করা সত্বেও অদৃশ্য কারনে দাবি সমূহ বাস্তবায়িত না হওয়ায় হতাশ হয়ে উপরোক্ত দাবি সমূহের যৌক্তিকতা ও গুরুত্ব অনুধাবন পূর্বক মার্চ ২০১৮ এর মধ্যে বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় তৃণমূলেন দাবির প্রেক্ষিতে আগামী ১লা এপ্রিল ২০১৮ হইতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঘেরাও সহ মানব বন্ধনের মত যে কোনো কঠোর কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়ন করতে সংগঠন বাধ্য হবে।