বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

জামালগঞ্জে গাঁজাসহ গ্রফতার ৭

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৭৫ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার গাজাসহ সাত জনকে আটক করে ভ্রাম্যমান আদালত ১ মাসের জেল ও অনাদায়ে ৫০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেব। উপজেলার ফেনারবাক ইউনিয়নের রামপুর গ্রামে রজব আলীর ছেলে তাজুল ইসলাম, মৃত মজিদ উল্লাহর ছেলে আনজব আলী, আব্দুল আজিজের ছেলে আজির উদ্দিন, কুরবান আলীর ছেলে নুরুল ইসলাম, সদর ইউনিয়নের কাশিপুর ইউসুফ নগর গ্রামে দ্বীন ইসলামের ছেলে কানু মিয়া, একি গ্রামের আলী আকবরের ছেলে দ্বীন ইসলাম, ভীমখালী ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের মৃত মদচ্ছির মিয়ার ছেলে হাফিজুর রহমানকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ১মাসের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। জানাযায় গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা এ অভিযান চালায়। এসময় প্রত্যেককে তাদের নিজ বাড়ী থেকে গাজাসহ আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলার মাদক দ্রব্য অধিদপ্তরের পরিচালক মোঃ খোরশেদ আলী, উপ-পরিচালক মোঃ মামুনার রশীদ, এ এস আই আব্দুল কাদির, মোঃ সালা উদ্দিন, সিপাহী হিরনময় শর্মা, রজত চন্দ্র দাস। এদেরকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে নিয়ে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দোষশিকার করায় প্রত্যেককে ১ মাসের জেল ও অনাদায়ে ৫০ টাকা জরিমানা করা হয়।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেব বলেন জামালগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসাবে মাদক সেবন ও বিক্রীর দায়ে তাদেরকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়েছে। আটকৃত ব্যক্তিদের আগেও গাজাসহ আটক করে জেল জরিমানা করা হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ