রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

জামালগঞ্জে কাবিটা নীতিমালা ডুবন্ত বাঁধের মেরামত কাজে অগ্রগতি ও পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৪৩১ বার

অনিমেশ দাস,সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ২০১৭-২০১৮ বছরে কাবিটা নীতিমালা ২০১৭ এর আওতায় বাস্তবায়িত ডুবন্তবাধের মেরামত কাজের অগ্রগতি ও পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান। উপজেলা পাউবো’র শাখার কর্মকর্তা নিহার রঞ্জন দাসে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মনিরুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দীপু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, উপজেলা আওমীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম. নবী হোসেন, তদারকি কমিটির সদস্য কাজী আশরাফুজ্জামান ও উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার সহ ১০০ শত পিআইসি সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় পিআইসিদের বক্তব্যে জানা যায়, ৯ নং পিআইসি আব্দুল বাকিত ৩০০ মিটার, ১০ নং পিআইসি মহিবুর রহমান ১০০ মিটার, ১৪ নং পিআইসি আব্দুল মতিন ১০০ মিটার, ১৫নং পিআইসি প্রেমা নন্দন দাস ১০০ মিটার, ১৬ নং পিআইসি খলিলুর রহমান ৫০ মিটার, ১৭ নং পিআইসি জালাল মিয়া ৫০ মিটার,২৪ নং পিআইসি গোলাম হোসেন ১৫০ মিটার, ৫০ নং পিআইসি দুলাল মিয়া ১৫ মিটার,৫২ নং পিআইসি শংকর দাস ৫০ মিটার,৫৬ নং পিআইসি লাবলু তালুকদার ৩০০ মিটার,৮১ নং পিআইসি অবিনাশ চন্দ্র দাস ৩০০ মিটার,৮৭ নং পিআইসি ভানু চক্রবর্তী ৪০০ মিটার, ৯০ নং পিআইসি আবু তায়েব ৩০০ মিটার, ৯১ নং পিআইসি বিনয় তালুকদার ২৫০ মিটার, ৯৪ নং পিআইসি সতেন্দ্র তালুকদার ২০০ মিটার, ৯৬ নং পিআইসি রাধিকা রঞ্জন তালুকদার ২০০ মিটার,৯৭ নং পিআইসি আক্তার হোসেন ৫০ মিটার, ৯৮ নং পিআইসি হরিধন সরকার ৩০০ মিটার,কাজ বাকি রয়েছে বলে জানান। বাকি অন্যান্য পিআইসিগন মাটি কাটা’র কমপেকশন ও ড্রেসিং সম্পন্ন করেছে। ১৯ টি পিআইসি শতভাগ কাজ শেষ করে চুড়ান্ত প্রাক্কলনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন করেছেন। পিআইসিগনের উদ্দেশ্যে বক্তারা বলেন, আগামী ৮ই মার্চের মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে নতবা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিআইসিদের সতর্ক দেন। তাদের বিল নিতে কাউকে কোন ধরনের অর্থ লেনদেন করা যাবে না। যদি জানা যায় অর্থ লেনদেন করা হয়েছে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ